সমাজের আলো : যশোরে মাদক মামলায় অসিম গাজী নামে মাদক ব্যবসায়ীকে আলাদা ধারায় সাড়ে ৭ বছর কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে একটি আদালত। বুধবার অতিরিক্ত দায়রা জজ সোহানী পূষণ এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত অসিম গাজী শার্শার সাতমাইল গ্রামের ছাত্তার গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি আলতাফ হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৪ সালের ২৮ আগষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সাতমাইল গ্রামের অসিম গাজীর বাড়িতে অভিযান চালান। এ সসময় অসিম গাজীকে আটক ও ঘরের ভিতরে গর্তের মধ্যে থেকে ৩১ বোতল ফেনসিডিল ও ৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। একই সময় বিছানার নিচ থেকে উদ্ধার করা হয় ২০ পিছ ইয়াবা। এ ঘটনায় শার্শা থানায় মাদক আইনে মামলা করেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতের এএসআই ফজুলুর রহমান বাদী হয়ে মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি অসিম গাজীল বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে আলাদা ধারয় সাড়ে ৭ বছর সশ্রম কারাদন্ড, সাড়ে ৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একটি ধারায় ৫ বছর সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর ধারায় সাড়ে ৭ বছর কারাদন্ড ও ১ মাস ২১ দিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে। সাজাপ্রাপ্ত অসিম গাজী কারাগরে আটক আছে।




Leave a Reply

Your email address will not be published.