মুজাহিদুল ইসলাম কয়রা : এছাড়া মহারাজপুর ইউনিয়নের দশালিয়ায় কপোতাক্ষ নদের পাউবোর বেড়িবাঁধে প্রায় ১০ স্থানে ভেঙে লোনা পানি লোকালয়ে ঢুকে পড়েছে। মঠবাড়ি বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে।মহারাজপুর গ্রামের বাসিন্দা কামাল হোসেন বলেন, দশালিয়ায় পাউবোর বেড়িবাঁধ ১০টি স্থানে প্রায় ১শ হাত জায়গায় প্রবল জোয়ারের পানিতে ভেঙে গেছে। এতে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।ডুবে গেছে মাছের ঘের, বিশাল ফসলি জমি। এ এলাকার ৩১/৩২টি পরিবারের মধ্যে ৭/৮টি পরিবারের বসত বাড়ির মধ্যে পানি ঢুকে গেছে।শত চেষ্টা করেও বেড়িবাঁধ রক্ষা করা যায়নি। এসম্পর্কে ৪নং মহারাজপুর ইউনিয়ানের নৌকার মাঝি আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ বলেন আমি সকাল থেকে সকল সেচ্ছাসেবি সংগটনকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু পূর্ণিমার প্রভাবে কপোতাক্ষ নদের পানি বেড়ে বেড়িবাঁধ উপচেও অনেক স্থানে লোকালয়ে পানি ঢুকছে। এ নিয়ে এলাকার হাজারো মানুষ আতঙ্কে আছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *