সমাজের আলো : সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অনুমোদন ছাড়া মহাসড়কে যেকোনো ধরনের অবকাঠামো স্থাপনকে ‘অনুপ্রবেশ’ হিসেবে বিবেচনা করা হবে। এসব স্থাপনা উচ্ছেদ ও সড়কের জমি উদ্ধার করা হবে। একই সঙ্গে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী হাট-বাজার মহাসড়কের পাশে বসতে পারবে না। মহাসড়কে চলাচলে অনুপযুক্ত যানবাহন বন্ধ করা হবে। মহাসড়কে সাইনবোর্ড, বিলবোর্ড, তোরণ নির্মাণে পেতে হবে শাস্তি।এই বিধানগুলো রেখে নতুন মহাসড়ক আইন পাসের উদ্যোগ নিয়েছে সরকার। সংসদের চলতি অধিবেশনে এসংক্রান্ত ‘মহাসড়ক আইন-২০২১’ বিলটি উত্থাপন করা হবে। বিলের প্রস্তাবনায় বলা হয়েছে, ‘একটি আধুনিক, উন্নত, কার্যকর মহাসড়ক পরিবহনব্যবস্থা গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ ও গতিশীল যানবাহন চলাচল, মহাসড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যুগোপযোগী মহাসড়ক নির্মাণ, উন্নয়ন, পরিচালনা, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি গড়ে তুলতে নতুন আইন প্রণয়ন করা প্রয়োজনসংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো বিলটি গত ১৯ আগস্ট সংসদ সচিবালয়ের আইন শাখায় জমা হয়েছে। সংসদ অধিবেশনে বিলটি উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হবে। এরপর বিলটি পাস হবে। বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা কার্যকর করবে সরকার।




Leave a Reply

Your email address will not be published.