সমাজের আলো : হঠাৎ একদিনের মৎস্যজীবী হয়ে উঠলেন রাহুল গান্ধী। মাঝ সমুদ্রে গিয়ে শুনলেন তাঁদের জীবন-জীবিকার কথা। ভোটমুখী ভারতের কেরলে ভাদি সমুদ্রে মৎস্যজীবীদের জাল টেনে ধরলেন রাহুল। মার্কিন সংস্থার সঙ্গে কেরল সরকার চুক্তিবদ্ধ। যার জন্য তাদের রুজিরোজগারে সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যার কথা রাজ্যের থাঙ্গাসারি এলাকায় তুলে ধরেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আমি মৎস্যজীবীদের কাজ এবং পরিশ্রমকে শ্রদ্ধা করি।’ আর সেই শ্রদ্ধা দেখাতে ঝপাং করে মাঝসমুদ্রে ঝাঁপ দেন রাহুল গান্ধী। তিনি দেখতে চেয়েছিলেন, গভীর সমুদ্রে মাছ চাষ কতটা ঝুঁকিপূর্ণ! নৌকায় চড়ে ভাদি সমুদ্রতট ঘুরে দেখেন রাহুল গান্ধী। ভারী জাল টেনে মাছ ধরার চেষ্টা করেন।




Leave a Reply

Your email address will not be published.