সমাজের আলো : বগুড়ায় মাদরাসা ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগ এক শিক্ষককে বিরুদ্ধ।   র‌্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুন) রাতে তাকে জেলার আদমদীঘি উপজেলার চাঁপাপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এর আগে গত ১ জুন রাতে আদমদীঘি উপজেলার ফয়জুল উলুম কওমি মাদরাসায় এ বলাৎকারের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ছাত্র ওই মাদরাসার মক্তব শ্রেণির ছাত্র।
গ্রেপ্তার মাদরাসা শিক্ষকের নাম মাহফুজ (৩৫)। তিনি ওই মাদরাসার শিক্ষক এবং আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজার এলাকার বাসিন্দা।
জানা যায়, বগুড়ার উত্তর চেলোপাড়ার ওই শিশুটি এতিমখানায় আবাসিকে থেকে আড়াইল ফয়জুল উলুম কওমি মাদরাসায় মক্তব শ্রেণিতে পড়ছিল। গত ১ জুন রাত সাড়ে ১০টার দিকে শিশুটি ওই শিক্ষকের বলাৎকারের শিকার হয়।
পরে ৪ জুন শিশুটির মা তাকে দেখতে এলে সে ঘটনাটি জানায়। পরে মা মাদরাসার সভাপতি মকলেছার রহমানকে বিষয়টি জানান। কিন্তু সভাপতি ঘটনাটি ধামাচাপা দিতে কোনো ব্যবস্থা না নিয়ে ওই শিক্ষককে মাদরাসা থেকে তাড়িয়ে দেন।
অবশেষে বিষয়টি থানা পুলিশের নজরে পড়লে বগুড়া র‌্যাব-১২ সহযোগিতায় থানা পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.