সমাজের আলো : ঈদ সামনে রেখে করোনাভাইরাস সংক্রমণের উর্ধগতি রোধে কঠোর বিধিনিষেধের আওতায় স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার। ঈদের সময়ে জনসমাগম বেড়ে যাওয়ার আশঙ্কায় করোনাভাইরাস সংক্রমণ উর্ধগতিতে রূপ নিয়ে তা ভয়াবহ আকার ধারণ করা বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সারাদেশের সকল মেট্রোপলিটন, রেঞ্জ ডিআইজি, সকল জেলার পুলিশ সুপারদের এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ। যদি কেউ সরকারের দেয়া স্বাস্থ্যবিধি অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। পুলিশ সদর দফতর থেকে সরাসরি ভার্চুয়াল সভা করে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও সব জেলার পুলিশ সুপারদের বেশকিছু নির্দেশনা দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। আইজিপির নির্দেশনার মধ্যে রয়েছে বাইরে চলাচলের সময় সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। কেউ মাস্ক না পরলে তাকে খোলা জায়গায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.