সমাজের আলো : বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষণের শিকার হয়ে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী (১৬) ছেলে সন্তানের জন্ম দিয়েছে। ওই কিশোরী তার বাবার বাড়িতে গতকাল শুক্রবার বিকেলে সন্তান প্রসব করে। বর্তমানে নবজাতক ও তার মা সুস্থ আছে। তবে ধর্ষণের দায় অস্বীকার করে সন্তানের বাবা হতে রাজি নয় অভিযুক্ত কিশোর (১৬)। এ কারণে ধুনট থানা পুলিশ আদালতের আদেশে ঢাকা সিআইডির সদর দপ্তরে তার ডিএনএ পরীক্ষা করেছে। এখন নবজাতক ও তার মায়ের ডিএনএ পরীক্ষার পর আদালতে মামলার প্রতিবেদন দাখিল করবে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে ওই কিশোরীকে দত্তক নেন এক দম্পতি। ধর্ষণের শিকার কিশোরীর বাবা একটি টেইলার্সের মালিক। গত ২৫ জানুয়ারি মেয়েটির বাবা ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করতে যান এবং মা যান পাশের বাড়িতে। এ সুযোগে প্রতিবেশী এক কিশোর মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এরপর ধর্ষণের বিষয়টি প্রকাশ না করার জন্য মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে ওই বাড়ি থেকে সটকে পড়ে।



Leave a Reply

Your email address will not be published.