সমাজের আলো: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ২৫০০ টাকা আর্থিক সহায়তার তালিকায় এক দরিদ্র ব্যক্তির নাম থাকলেও মোবাইল নম্বর দেওয়া হয়েছে ইউপি সদস্যের। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে নীলফামারীর ডোমারের বোড়াগাড়ি ইউনিয়নে।

করোনা পরিস্থিতিতে বোড়াগাড়ি ইউনিয়নের হতদরিদ্র ও নিম্নবিত্ত চারজন ব্যক্তির নামের সঙ্গে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীনের মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তারা একে অপরকে দোষারোপ করছেন।

এ বিষয়ে বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, ইউএনও’র নিকট তালিকা জমা দেওয়ার পর চারজনের নামের সঙ্গে ইউপি সদস্য জয়নালের মোবাইল নম্বর পাওয়া গেছে। ইউপি সদস্য এর দায় এড়িয়ে অন্যের উপর দোষ চাপাতে চাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, ইউপি সদস্য আমাকে বলেছেন যে, তিনি লেখাপড়া জানেন না। শত্রুতাবশত তার নম্বর দেওয়া হয়েছে। কিন্তু তালিকায় অন্যের নামের সঙ্গে তার নিজের, স্ত্রী ও ছেলের মোবাইল নম্বর রয়েছে। এখন সংশোধনের কাজ চলছে। আরো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published.