বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট জেলা বিএনপিতে বিরাজ করছে হ য ব র ল অবস্থা। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো চলছে কমিটি, পাল্টা – কমিটি, বহিষ্কার কিংবা সদস্যদের অব্যাহতি দিয়ে। জেলা বিএনপির অনেক সদস্যই বসবাস করেন রাজধানী ঢাকাতে। বাগেরহাটে বসবাসকারীরা থাকেন আত্মগোপনে। কেন্দ্র ঘোষিত বেশিরভাগ কর্মসূচি এখানে পালন হয় না। এবছর পহেলা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করতে ব্যর্থ হয়েছে এই জেলার বিএনপি নেতারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম ব্যক্তিগত অফিসে তার অনুসারীদের নিয়ে সভা সমাবেশ মিছিল মিটিং করে থাকেন। এপর্যন্ত বাগেরহাট জেলা বিএনপির কোন মিটিংয়ে তাকে দেখা যায় নাই। ২০ বছরের অধিক সময় জেলা বিএনপি’র কর্তৃত্ব সালাম পরিবারের হাতে থাকায় মাই ম্যান সৃষ্টি করতে সফল হয়েছে তিনি। তেমন কোন মামলা নাই তার নামে। গুরুত্বপূর্ণ কোন আন্দোলনেও অংশগ্রহণ করেন না তিনি। যা করেন তা তার ব্যক্তিগত অফিসের মধ্যেই সীমাবদ্ধ। চরম বিভক্তি বাগেরহাট জেলা বিএনপির ছায়া পড়েছে জেলার সকল উপজেলা গুলোতে।

তন্মধ্যে জেলার থেকে সবচেয়ে খারাপ ও বাজে সময় পার করছে দেশের অন্যতম বৃহত্তম উপজেলা মোড়েলগঞ্জ বিএনপি পরিবার। ১৬ টি ইউনিয়ন নিয়ে এই মোড়েলগঞ্জ উপজেলা, রয়েছে একটি পৌরসভা। মোরেলগঞ্জ বিএনপি নেতাকর্মীদের মুখে শুধু একটি কথা, যুবদল ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠন থেকে উঠে আসা পরিশ্রমী নেতাদের মাইনাস করে শুধু শিক্ষক দিয়ে কমিটি গঠনের চিন্তাভাবনা কার? উপজেলার গুরুত্বপূর্ণ চারটি পদেই কেন শিক্ষকদের নাম প্রস্তাব করা হয়েছে? কেন এই সিদ্ধান্ত? কোন ষড়যন্ত্র নেই তো? অপরদিকে দীর্ঘ বছর ধরে দলের গুরুত্বপূর্ণ পদে থাকা এই অথর্ব নেতারা কেন নতুনদের সুযোগ করে দিচ্ছেনা। কেনই বা তারা পুনরায় পদ আঁকড়ে ধরে রাখতে চান?

সরে জমিনে ঘুরে বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, ২০ বছরের অধিক সময় ধরে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন শহিদুল হক বাবুল এবং পৌরের সভাপতি আব্দুল মজিদ জব্বার। তারা ঢাকায় বসবাসকারী জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের অনুসারী। বাগেরহাট জেলার সকল উপজেলা ও পৌর কমিটি ভেঙে দেওয়া হলেও অজ্ঞাত কারণে বহাল রয়েছে এই উপজেলা ও পৌর কমিটি।

জেলার আহ্বায়ক ভেঙে দিতে চাইলেও সদস্য সচিবের রয়েছে চরম বাঁধা। এর মূলে ঢাকা থেকে কলকাঠি নাড়ছেন কাজী খায়রুজ্জামান শিপন। যিনি এ পর্যন্ত বাগেরহাট জেলা বিএন পির কোন সভা-সমাবেশে উপস্থিত হন নাই। এই কমিটি আবারও বহাল রাখার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

অপরদিকে উপজেলা ও পৌরের প্রধান পদ দুটি বাগিয়ে নিতে চেষ্টা তদবির চালাচ্ছে কেন্দ্রীয় বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়দুল ইসলামের নেতৃত্বে কিছু শিক্ষক। যিনি ইতিমধ্যে পুরস্কার হিসেবে নৌকা প্রতীক তুলে দেওয়াই ব্যাপক সমালোচিত হয়েছেন। অধ্যাপক ওবায়দুল ইসলামের অনুসারীদের মধ্যে মোড়েলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন অধ্যাপক আঃ আউয়াল, অধ্যক্ষ জাহাঙ্গীর আল আযাদ, মাস্টার শাহআলম হাওলাদার ও ফরহাদ হোসেন মিলন। উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে শিক্ষকদের নাম ঢালাওভাবে উপস্থাপন করায় হতাশ হয়েছে এ উপজেলার বিএনপি পরিবার।

অনেকে মনে করেন, দীর্ঘ বছর মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি না হওয়ায় সাংগঠনিকভাবে বিএনপি অনেক পিছিয়ে পড়েছে। ছাত্রদল যুবদল থেকে নেতৃত্ব তৈরি হওয়ার কথা থাকলেও এ উপজেলায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এবং বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নগ্ন হস্তক্ষেপের কারণে নেতৃত্ব শূন্য হয়ে গেছে। জেলা বিএনপি যেমন তেমন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপিতে করুন দশা বিরাজ করছে। এরই মধ্যে দল বিভক্তের পায়তারা চালাচ্ছে অধ্যাপক ওবায়দুল ইসলাম। মোড়েলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীদের মতামত না নিয়ে তিনি শুধু শিক্ষক দিয়েই মোড়েলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করতে চান। যা কিনা দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত, এবং এ কারণে এই উপজেলায় বিএনপি আবারো বিভক্তি এবং সাংগঠনিকভাবে আরো দুর্বল হয়ে পড়বে।

এ বিষয়ে কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক, বাগেরহাট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, বাগেরহাট-০৪ (মোরেলগঞ্জ শরণখোলা) সংসদীয় আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, পদ-পদবী লাভের প্রতিযোগিতা আছে এবং থাকবে কিন্তু পকেটের লোক বা মাইম্যান দিয়ে কমিটি করলে দলের সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে যাবে। পরস্পর শত্রু হয়ে গ্রুপ ওয়ার্ক করা যায় না। প্রত্যেক নেতা কর্মী শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের লোক হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিৎ।




Leave a Reply

Your email address will not be published.