যশোর অফিস : যশোরে ঝিকরগাছার কায়েমকোলা গ্রামে এক আইনজীবীর জমি দখলের অভিযোগে তিনজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। সোমবার যশোর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এমএম জয়নাল আবেদীন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন ঝিকরগাছা থানার ওসিকে।
আসামিরা হলো কায়েমকোলা গ্রামের বজলুর রহমান ও তার স্ত্রী রোজিনা খাতুন এবং সদরের কাদিরপাড়া গ্রামের আবু কালামের ছেলে আবু সাঈদ।
মামলার অভিযোগে জানা গেছে, জয়নাল আবেদীন পেশাগত কারনে যশোর শহরে বসবাস করেন। তিনি কায়েমকোলা আরএস ২৫১৬ দাগের ২৫ শত জমি ক্রয় করে ভোগদললে আছেন। এ জমি দখল করে নেয়ার জন্য আসামি বজলুর রহমান নানা ষড়যন্ত্র করতে থাকে। বিষয়টি জানতে পেরে গত ১৮ জানুয়ারি বলজুল রহমানসহ কয়েকজনকে বিবাদী করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় একটি আবেদন করেন। ৩০ জানুয়ারি আসামিরা সন্ত্রাসী কায়দায় জমিটি দখল করে নিয়েছে। জয়নাল আবেদীন জমিটি উদ্ধারে ব্যর্থ হয়ে আদালতে এ মামলা করেছেন।




Leave a Reply

Your email address will not be published.