যশোর প্রতিনিধিঃ যশোর শহরের পৌরপার্কের পুকুরে ডুবে যাওয়া ক্যাডেট কলেজের ছাত্র ফরহান তানভীর শুভ (১৮)এর লাশ ১০ ঘন্টার পর উদ্ধার করেছে ডুবুরি দল। শুক্রবার রাত দুইটার দিকে নৌবাহিনীর ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত দুইটার দিকে ডুবে যাওয়া ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের যশোর শহরের আরবপুর এলাকার বাসায় গিয়ে জানা যায়- ভোরেই তার মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তানভীররা যে বাসায় ভাড়া থাকে, সেই বাসার অপর ভাড়াটিয়া বিএএফ শাহিন কলেজের শিক্ষক ড. মোহাম্মদ আবু তাহের জানান, মরদেহ তাদের গ্রামের বাড়ি রঘুনাথপুরে নেওয়া হয়েছে। সেখানেই দাফন হবে। প্রসঙ্গত, শুক্রবার বিকেলে যশোর পৌরপার্কের পুকুরে গোসলে নেমে তলিয়ে যায় ফরহান তানভীর শুভ। রাত ৮টা পর্যন্ত দমকল বাহিনী অভিযান চালিয়েও মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে। তবে খুলনা থেকে আগত ডুবুরির দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার পর রাত ২ টার সময় তার লাশ উদ্ধার করে। ফরহাদের বাবা আকরাম যশোর বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন।




Leave a Reply

Your email address will not be published.