যশোর অফিস : যশোর সীমান্ত থেকে খুলনার ২১ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা পুটখালী সীমান্ত থেকে ১২ সোনারবার ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাস্থ পুটখালী পশ্চিমপাড়ার মোক্তার আলীর ছেলে লিটন মিয়া (২৮), পুটখালী দক্ষিণপাড়ার আলী কদম মন্ডলের ছেলে শাহজাহান মন্ডল (৩২)।২১ বিজিবির খুলনা ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ মনজুন ই এলাহী, এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান , বৃহস্পতিবার দুপুরে বিজিবির একটি টহল দল গোপন সূত্রে সংবাদ পেয়ে পুটখালী মসজিদ বাড়ি বিজিবির চেকপোস্টের সামনে থেকে একটি মোটসাইকেলসহ দুইজনকে আটক করে। বিজিবির কাছে আগেই সংবাদ ছিলো- বাংলাদেশ থেকে কিছু সোনা ভারতে পাচার হবে। সেই সূত্রে চেকপোস্টে জোর তল্লাশী চালায়। পরে ওই দুইজনের কাছ থেকে মোট ১২টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন কেজি ৪০২ গ্রাম। জব্দ করা সোনার বারের মূল্য ৯০ লাখ ৪০ হাজার ৭৭৮ টাকা। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.