যশোর অফিস
শুত্রুবার দুপুরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটির ঝাউদিয়া জমিজমার বিরোধের জেরে একই পরিবারের নারীসহ ৪ জনকে বাড়িতে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছে।
আহতদের পরিবারিক সূত্রে জানা গেছে,ঝাউদিয়া গ্রামের মৃত আবুল হোসের ছেলে শাহিনুরের সাথে একই গ্রামের মরাদ হোসেনের ছেলে জিহাদ হোসেনের জমিজমার বিরোধ চলে আসছে র্দীঘদিন যাবত।উভয় গ্রুপের জমিজমার মামলা আলাদতে বিচারাধীন রয়েছে।শুত্রুবার শাহিনুর বাড়ির পাশের মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে বাড়িতে প্রবেশ করার সাথে সাথে তার উপর হামলা চালায় জিহাদ,ইসহাক,আলমগীর হোসেন,বাবু, নিছার আলী, হাবিবুর রহমান ও মশিয়ার রহমানসহ ১০/১২ জন।এ সময় আসামীরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।এ সময় ঠেকাতে আসলে শাহিনুরের ভা বাদল,শাহিনুরের ছেলেতনি হোসেন ও স্ত্রী রুমা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে হামলাকারীরা।শুধু মারপিট করেই ক্ষ্যান্ত হয়নি হামলাকারীরা তারা শাহিনুরের বাড়ি ঘরও ভাংচুর করে বলে জানা গেছে।পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।আহত বাদল সাংবাদিকদের জানায়,হামলাকারীরা গাছিদা, লোহার রড, বাঁশের রড নিয়ে তাদের উপর হামলা চালায়।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সেলিম হোসেনের মোবাইলে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া ক্যাম্পেও তাকে পাওয়া যায়নি।




Leave a Reply

Your email address will not be published.