যশোর অফিস : জেলা গোয়েন্দা শাখা (ডিবি),কোতয়ালি থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে এক কেজি সাড়ে তিনশ’ গ্রাম গাঁজা ও ত্রিশ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে এক নারী মাদক বিক্রেতাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার জংগল বাধাল গ্রামের মোবারক মোল্যার স্ত্রীরিনি ওরফে মিলি,যশোর শহরের খড়কী কলাবাগান পাড়ার ছদর আলী মোড়লের ছেলে সাইদুর রহমান ওরফে সৈয়দ আলী,শহরের রাজা বরদাকান্ত রোড ( রেলগেট পশ্চিমপাড়ার ) মৃত আব্দুল আজিজের ছেলে লুৎফর রহমান লুতু ও সদর উপজেলার সুজলপুর (৪নং ঋষিপাড়া) সুনীল দাসের ছেলে লিটন দাস । আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে, রোববার ৭ মে রাত ১০ টায় থানার একদল পুলিশ সদর উপজেলার সুজলপুর গ্রামস্থ ৪নং ঋষিপাড়া শ্রী লিটন দাসের উঠানে অভিযান চালিয়ে গাঁজা বেচাকেনার অভিযোগে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। অপরদিকে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের একটি টিম রোববার ৭ মে বিকেলে শহরের রাজা বরদাকান্ত রোড,রেলগেট পশ্চিমপাড়া লুৎফর রহমান লুতুর বাড়িতে অভিযান চালায়। এসময় ইয়াবা বেচাকেনার অভিযোগে ৩০পিস ইয়াবাসহ লুতুকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের অপর একটি টিম রোববার দুপুরে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জংগল বাধাল গ্রামের রিনি ওরফে মিলির বাড়িতে অভিযান চালায়। এসময় গাঁজা বিক্রির অভিযোগে মিলিকে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। এছাড়া,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রোববার ৭ মে বেলা সাড়ে ১১ টার পর শহরের খড়কী কলাবাগানপাড়া জনৈক সাইদুর রহমানের চায়ের দোকানের মধ্যে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সাইদুর রহমানকে আটক করে। এ সময় তার সহযোগী খড়কী কলাবাগানপাড়ার খোকনের ছেলে পারভেজ হোসেন পালিয়ে যায়। এঘটনায় কোতয়ালি থানায় আলাদা চারটি মামলা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.