যশোর প্রতিনিধি : যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় বি এন পির দু’ নেতাসহ তিন জন নিহত হয়েছেন।পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে যশোর – খুলনা মহাসড়কের পদ্মবিলা বাজারে ট্রাকের ধাক্কায় সাইফুর রহমান (৬০) ও মনজেল মজুমদার (৫০) গুরুতর আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে তাদের অবস্থার অবনতি ঘটে। তখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার জন্য স্বজনরা প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় দুপুর ১ টার দিকে তাদের মৃত্যু হয়। সাইফুর রহমান যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও মনজেল মজুমদার ৯ নং ওয়ার্ড বি এনপির অর্থ বিষয়ক সহ সম্পাদক। তাদের দু’জনের বাড়ি ওই বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী গ্রামে।

তারা দুজন একটি মোটর সাইকেল যোগে সকাল সাড়ে ৯ টারদিকে বাড়ি থেকে বের হযে রাস্তার ওপর ওঠেন। এ সময় খুলনা থেকে একটি ট্রাক বেপরোয়া গতিতে যশোর আসার পথে পিছন থেকে মোটর সাইকেলটিকে সাজরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে বলে নওয়াপাড়া হাইওয়ে পুলিশের এস আই শাহ আলম জানিয়েছে।একই সময় যশোর- মাগুরা সড়কের ভাটার আমতলা নাক স্থানে সড়ক দুর্ঘটনায় রনজিৎ সরকার (৫০) নামে এক কৃষক গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে এ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাঃ মোঃ জসীমউদ্দীন তাকে মৃত ঘোষণা করেন। রনজিৎ সরকারের বাড়ি বাঘারপাড়া উপজেলার মাজিয়ালী গ্রামে। বাজরে সব্জি বিক্রি করে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে ভাটার আমতলা নামক স্থানে পৌঁছলে যশোর থেকে ঈগলপরিবহনের একটি বাস রনজিৎ সরকারকে চসাজরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বারোবাজর হাইওয়ে পুলিশের এস আই জামান জানিয়েছেন,ঘাতক বাসটি মাগুরা পুলিশ আটক করেছে। তবে নিহতদের অভিভাবকদের আপত্তি থাকায় পুলিশ বিনা ময়নাতদন্তে লাশ তাদের স্বজনদের কাছে দিয়ে দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *