যশোর অফিস : যশোর পুলিশ সুপারের অপসারণ দাবিতে পৌর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন যশোর পৌরসভাসহ সদর উপজেলা পরিষদ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে যশোর পুলিশ প্রশাসন মুখোমুখি অবস্থান নিয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের নানাভাবে হয়রানী ও গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। কাউন্সিলর মিলনকে আটক করে অমানষিক নির্যাতন করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু সম্মেলন ঠেকাতে পুলিশ প্রশাসন সকাল থেকে প্রেসক্লাব এলাকা ঘেরাও করে রাখে। এক পর্যােয়ে পৌরভবনে সংবাদ সম্মেলন করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ।

জানাগেছে, কাউন্সিলর মিলনকে আটক করে অমানষিক নির্যাতন করার প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) যশোর পৌরসভা নেতৃবৃন্দ যশোরের পুলিশ সুপার ( সদ্য পদন্নতিপ্রাপ্ত এডিশনাল ডিআইজি) ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের বিরুদ্ধে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনটি প্রেসক্লাব যশোরে হওয়ার ঘোষণা থাকায় পুলিশ সকাল থেকে প্রেসক্লাব এলাকা ঘিরে রাখে। এক পর্যায়ে পৌর কর্তৃপক্ষ পৌর ভবনে সংবাদ সম্মেলন করে। এসময় পুলিশ পেসক্লাব এলাকা থেকে সরে গিয়ে পৌরসভা এলাক ঘিরে রাখে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *