যশোর অফিস : যশোরে ফেনসিডিল মামলার রায়ে আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে ২ বছর সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ডের রায় দিয়েছেন আদালত। মামলায় রয়েল নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। সোমবার যশোরের যুগ্ম দায়রা জজ ও স্পেশাল ট্রাইবুন্যাল-৭ এর বিচারক শিমুল কুমার বিশ্বাস এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আজিজুর রহমান মনিরামপুর উপজেলার গাঙ্গুলীয়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। অপরদিকে খালাস পাওয়া রয়েল ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর মন্ত্রীপাড়ার মশিয়ার রহমানের ছেলে।মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ঝিকরগাছা থানা পুলিশের এএসআই শফিকুল ইসলাম থানার পশ্চিমপাশের জনৈক মুকুলের সাইকেল গ্যারেজের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ আজিজুর রহমান ও রয়েলকে আটক করেন। এর মধ্যে আজিজুর রহমানের দেহে তল্লাশি চালিয়ে তার কোমরে মাফলার দিয়ে বাঁধা ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এএসআই শফিকুল ইসলাম ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ঝিকরগাছা থানায় মামলা করেন। এই মামলায় আসামি আজিজুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত রায় প্রদান করেন। এছাড়া অপর আসামি রয়েলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত।




Leave a Reply

Your email address will not be published.