সমাজের আলো : যশোরে একটি মাদক মামলায় দুই ব্যক্তিকে পৃথক ভাবে জেল জরিমানার রায় দিয়েছে আদালত।
গতকাল সোমবার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এই রায়ের আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বেনাপোল মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে নাসির উদ্দিন ও দক্ষিন বারোপোতা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে খুরশীদ আলম। তাদের মধ্যে নাসির উদ্দিনকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। অপর আসামি খুরশীদ আলমকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি এম. ইদ্রিস আলী।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে ভারত সীমান্তের দিক থেকে বেনাপোলের পুটখালীর বৃত্তি আচড়া গ্রাম হয়ে বেনাপোলের দিকে আসছে। এসময় বিজিবি ওই এলাকায় অভিযান চালায়। বিকেল পাঁচটার পর দুই আসামিকে হেটে আসতে দেখে সন্দেহ হয়। আসামিদের শরীরে ফিটিং অবস্থায় ফেনসিডিল বহনের বিষয়টি প্রমান পেয়ে ওই দুইজনকে আটক করে। এরপর তাদের দেহ তল্লাসি করে নাসিরের দুই পায়ে পেচানো অবস্থায় ৬০ বোতল ও খুরশিদ আলমের কোমরে পেচানো ১৬ বোতল সর্বমোট ৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি ক্যাম্পের হাবিলদার আশেক আলী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফি আহমেদ রিয়েল মামলাটি তদন্ত করে ওই দুই আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। সর্বশেষ সোমবার এ মামলার রায় ঘোষনা করেন আদালত। রায় ঘোষণার সময় নাসির উদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর আসামি খুরশীদকে রায় ঘোষণার পর কারাগারে পাঠানোর আদেশ দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *