যশোর অফিস : যশোরে মাদক মামলায় দুই আসামির সাত বছর করে সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। আসামিরা হলেন, বোনাপোল পুটখালীর মৃত নুর ইসলামের ছেলে রুহুল আমিন ও একই এলাকার হকের ছেলে জিয়া। রোববার যশোরের স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৫ জুলাই ঝিকরগাছা থানা পুলিশ জানতে বেনাপোল থেকে দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে ফেনসিডিল নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাৎক্ষনিক তারা কপোতাক্ষ নদীর ব্রিজের পাশে অবস্থান নেন। রাত আটটার পর একটি মোটরসাইকেল আসতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই মোটরসাইকেল থামানোর সংকেত দিলে আসামিরা পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায় আসামিদের কাছে থাকা দুইটি ব্যাগ থেকে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানার এসআই জিএম আনিসুজ্জামান বাদী হয়ে থানায় মামলা করেন। ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর মামলাটি তদন্ত করে দুইজনকে অভিযুক্ত করে এসআই শাহাবুল আলম চার্জশিট জমা দেন। সর্বশেষ রোববার রায় ঘোষনার দিনে আদালত দুই আসামির প্রত্যেকের সাত বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। দুই আসামির মধ্যে রুহুল আমিন উপস্থিত থাকায় আদালত তাকে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করেন অন্যদিয়ে পলাতক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।




Leave a Reply

Your email address will not be published.