যশোর অফিস : যশোরে যৌতুক মামলায় স্বামীর দেড় বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন। আসামি রবিউল ইসলাম যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের মাহাবুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, আসামি রবিউল ইসলাম ২০২০ সালের ২৪ আগস্ট ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের আবু কালাম মোল্যার মেয়ে পারভীনা আক্তারকে এক লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই স্বামী রবিউল ইসলাম স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একই বছরের ডিসেম্বর মাসে মারপিটের পর পারভীনা আক্তারকে পিতার বাড়ি তাড়িয়ে দেয়া হয়। রবিউলকে ২০২১ সালের ১০ জানুয়ারি পারভীনা আক্তারের পিতার বাড়ি ডেকে নিয়ে যৌতুক ছাড়া স্ত্রীকে নিয়ে সংসার করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু যৌতুক ছাড়া রবিউল ইসলাম তার স্ত্রীকে নিয়ে আর সংসার করবেনা বলে চলে যায়। গত বছরের ১৯ জানুয়ারি এই ঘটনায় স্বামী রবিউল ইসলামের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন পারভীনা আক্তার। সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক তাকে সাজা প্রদান করেন।




Leave a Reply

Your email address will not be published.