সমাজের আলো : যশোরের বাঘারপাড়াতে শিক্ষা যুব ফোরাম এর আয়োজনে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। এতে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সেলিমুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মফিজুর রহমান মিলন। ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান শিক্ষা যুব ফোরাম এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা বিশ্বাস শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তাগণ যুবকদের জন্য প্রশিক্ষণ, স্বল্পসুদে লোনসহ সরকারী সুযোগ সুবিধার বিষয়টি তুলে ধরেন। এছাড়াও বাঘারপাড়া উপজেলাসহ সারাদেশের ১০ টি উপজেলায় চলমান যুবদের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। সভায় বিশ্বাস ওয়াহিদুজ্জামান রচিত যুবদের যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি নিবন্ধ বিতরন করা হয়। সভাপতি তার সমাপনী ভাষনে বিষয়গুলির উপরে আলোচনা রাখেন। পরিশেষে যুবদের প্রশিক্ষণ সনদ এবং গাছের চারা উপহার দেওয়া হয়। বক্তাগণ যুবেদের বইপড়া, জ্ঞানঅর্জন,আইসিটি দক্ষতা অর্জন এবং বিষয়ভিত্তিক প্রশিক্ষণ নিয়ে আত্বকর্মসংস্থান সৃষ্টিসহ উদোক্তা হবার আহব্বান জানান। উল্লেখ্য শিক্ষা যুব ফোরাম বিজ্ঞান শিক্ষার মান উন্নয়ন, ধুমপান ও মাদক রোধ, আইসিটি প্রশিক্ষণ এবং যুবদের জীবনমানের উন্নয়নে ২০১৬ সাল হতে বাঘারপাড়াতে কাজ করছে।




Leave a Reply

Your email address will not be published.