যশোর অফিস : উৎসবের আমেজে যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়াম গ্রাউন্ডে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবল প্রতিযোগিতা ২০২১ এর।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে দেশের আটটি জেলা দল। অংশগ্রহণকারী দলগুলি যশোর জেলা ক্রীড়া সংস্থা, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।
শুক্রবার সকালে অংশগ্রহণকারী জেলা দলগুলির উপস্থিতিতে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা, বেলুন, ফেস্টুন ও কেক কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় সাউথ এশিয়ান বাস্কেটবল এ্যাসোসিয়েশনের এর সাধারন সম্পাদক একে সরকার, যশোরের পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়াকুব কবির, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাইদ বুলবুলসহ যশোর জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয় প্রথম খেলায় চট্টগ্রাম জেলা ৩৯-৩০ স্কোর পয়েন্টে যশোর জেলাকে পরাজিত করে।
দিনের দ্বিতীয় খেলায় চাঁদপুর জেলা ১৫-১২ স্কোর পয়েন্টে রাজশাহীকে হারায়।
তৃতীয় খেলায় খুলনা জেলা ৬৭-২৫ স্কোর পয়েন্টের ব্যাবধানে পরাজিত করে দিনাজপুর জেলাকে।
দিনের চতুর্থ খেলায় গাজিপুরকে ২২-৫৬ স্কোর পয়েন্টের ব্যবধানে পরাজিত করে জয় পায় ঢাকা জেলা বাস্কেটবল দল।




Leave a Reply

Your email address will not be published.