সমাজের আলো : কলারোয়ায় এক ইটভাটার ২টি ভ্যানগাড়ী ও ১টি হাওয়া মেশিন নিয়ে পালিয়েছে ৩কর্মচারী। এঘটনায় শুক্রবার রাতে কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। জানা গেছে,উপজেলার শ্রীপতিপুর গ্রামের রবিউল ইসলাম বিভিন্ন ইটভাটায় লিভার সরদার হিসাবে কাজ করেন। সেই সূত্র ধরে একই গ্রামের আসাদুল ইসলাম, সাদ্দাম হোসেন, আমেনা খাতুন রবিউল ইসলামের কাছে গিয়ে বলে আসাদুল ইসলাম তার স্ত্রী আমেনা খাতুনকে বিদেশ পাঠাবেন তার জন্য হাওলাদ স্বরুপ ২লাখ টাকা দিতে হবে। সে স্বরল বিশ^াসে তাকে ২লাখ টাকা দেয়। এর তারা ইটভাটায় কাজ করে টাকা পরিশোধ করবে বলে ১লাখ ২০ হাজার টাকা গ্রহন করে। এর পরে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যার সময় কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের বাড়ী থেকে ইটভাটার ২টি ভ্যানগাড়ী ও একটি হাওয়া মেশিন জামতলার সফি ভাটায় নিয়ে যাওয়ার নাম করে সে ওই ভ্যাট ও হাওয়া মেশিন নিয়ে পালিয়ে যায়। বিভিন্ন স্থানে খোজ করে না পেয়ে অবশেষে ১অক্টোবর রাতে ৩জনকে বিবাদী করে ৩লাখ ২০ হাজার টাকা উদ্ধারের জন্য কলারোয়া থানায় লিখিত ভাবে একটি অভিযোগ দিয়েছে লিভার সরদার রবিউল ইসলাম।




Leave a Reply

Your email address will not be published.