যশোর অফিস : সদর উপজেলার রামনগর ইউনিয়নের মোবারককাটি গ্রামের এক বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যারাতে মটর চুরির সময় রমজান আলী নামে এক চোর ধরা পড়েছে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রমজান আলী যশোর শহরের শংকরপুর হাজারীগেট এলাকার হারুন অর রশীদ ওরফে এরশাদ হোসেন বাবু ও মোছাঃ কহিনুর বেগমের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার গভীর রাতে মামলা হয়েছে।
সদর উপজেলার মোবারককাটি গ্রামের শহর আলীর ছেলে আব্দুল মান্নান বাদি হয়ে মামলায় বলেন, তার বাড়ির পশ্চিম পাশে টিউবওয়েল রয়েছে। টিউবওয়েলের সাথে একটি ১ হর্স পাওয়ারের গাজী কোম্পানীর মটর রয়েছে। যার আনুমানিক মূল্য ৭ হাজার টাকা। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭ টার পর টিউবওয়েলের কাছে যেয়ে দেখেন মটরটি নেই। বাড়ির লোকজন টর্চ নিয়ে আশপাশে খুঁজতে বের হলে চোর রমজান আলীকে দেখতে পান মটর চুরি করে নিয়ে যাচ্ছে। তাকে ধাওয়া করলে সে মটর গ্রামের একটি পুকুরে ফেলে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ চোর রমজান আলীকে হেফাজতে নেই। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করে।




Leave a Reply

Your email address will not be published.