যশোর অফিস : যশোর জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের ২য় তলার ৫নং রুমের আইনজীবী কাজী ফরিদুল ইসলামের চেম্বারে ৩ যুবক নিজেদের রাজনীতি পরিচয় দিয়ে ঈদের খরচ বাবদ ২লাখ টাকা চাঁদা দাবি করেছে। এমনকি চাঁদা দিতে এসে পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে গেছে। এ ঘটনায় উক্ত আইনজীবী শুক্রবার ২৯ এপ্রিল রাতে কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ৩ যুবক ও তাদের মোবাইল নাম্বার ও মোটর সাইকেল নাম্বার উল্লেখ পূর্বক মামলা করেন।
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ৮৫/বি বাড়ির বাসিন্দা মৃত কাজী আব্দুল হালিমের ছেলে যশোর বারের আইনজীবী কাজী ফরিদুল ইসলাম বাদি হয়ে মামলায় উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় তিনি তার চেম্বারে পেশাগত কাজ করার সময় মাস্ক পরা ৩ অজ্ঞাতনামা যুবক যার মধ্যে দু’জন বেটে একজন স্যামলা, একজন কালো এবং মোটা চেম্বারে আসে। তারা বলে তারা রাজনীতি করে। তাদের ঈদের খরচ বাবদ ২লাখ টাকা চাঁদা দিতে হবে,তারা টাকা নিতে পরের দিন আসবে বলে দ্রুত চেম্বার ত্যাগ করে। পরের দিন ২৯ এপ্রিল শুক্রবার আইনজীবী ফরিদুল ইসলাম বাড়িতে অবস্থান কালে সন্ধ্যা ৬ টা বেজে ২৫ মিনিটে টেলিটক সিমের একটি নাম্বার থেকে উক্ত আইনজীবীর নাম্বারে ফোন করে বলেন টাকা কখন দেবেন? উক্ত আইনজীবী তাদেরকে রাত ৮ টায় চেম্বারে আসতে বলেন। তৎক্ষনিক তিনি বারের সভাপতি শরফ নূর মোহাম্মদ আলী রেজা, বিজ্ঞ পিপি এ্যাডভোকেট এম ইদ্রিস আলী,স্বপন ভদ্র, মোস্তফা হুমায়ূন কবিরসহ আরো অনেক আইনজীবীদের বিষয়টি জানায়। ফরিদুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৭ টায় তার চেম্বারে অবস্থান কালে রাত ৮ টা বেজে ৬ মিনিটের সময় উক্ত টেলিটক সিম নাম্বার থেকে ফোন করে আইনজীবীর নাম্বারে ফোন করে বলে যে,কোথায়? আইনজীবী বলে তিনি চেম্বারে আছি। আইনজীবী তাকে জিজ্ঞাসাবাদ করে তুমি কোথায়? তোমার নাম কি? সে বলে তার নাম সুমন। বাড়ি চাঁচড়ায়। উক্ত যুবক আইনজীবীকে বলে একটি বিকাশ নাম্বার দিচ্ছি, বিকাশ নাম্বারে টাকা পাঠান। আইনজীবী বলে তার চেম্বারে আসো। ফরিদুল ইসলাম চেম্বারে অপেক্ষা করতে থাকে। রাত সাড়ে ৮ টার সময় একটি মোটর সাইকেল যার রেজিষ্ট্রেশন নম্বর ( যশোর ল-১৭-৫৮৭৭) যোগে আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে ২নং মুখে মাস্ক পরা অবস্থায় এসে ভবনের ২য় তলায় উঠে আশে পাশের্^র পরিস্থিতি দেখে দ্রুত নীচে নেমে চলে যায়। আইনজীবী ফরিদুল ইসলামের দৃঢ় সন্দেহ উক্ত মোটর সাইকেল আরোহী ২ যুবক তার কাছে বৃহস্পতিবার চাঁদাদাবি করেছে। চাঁদাবাজ যুবকেরা উক্ত আইনজীবী সমিতির ভবনে আসা যাওয়ার সবকিছু ভবনের সিসি টিভি ফুটেজে সংরক্ষিত আছে। আইনজীবী ফরিদুল ইসলাস যশোর আইনজীবী সমিতির সাবেক সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ চাঁদা বাজ যুবক কাউকে গ্রেফতার করতে পারেনি।




Leave a Reply

Your email address will not be published.