যশোর অফিস : যশোর কোতয়ালি মডেল থানা ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা আলাদা অভিযান চালিয়ে গত ১২ ঘন্টার ব্যবধানে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা,গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা (গাজীপাড়া) এলাকার আশরাফ হোসেনের ছেলে আসিফ হোসেন,শহরের বকচর (মসজিদ পাড়া) এলাকার শেক বদুর আলম খোকনের ছেলে ইমদাদুল,শহরতলী পালবাড়ী গাজীরঘাট রোড এলাকার মৃত শেখ জামালের ছেলে শেখ রাসেল ও শহরের বারান্দী মোল্লাপাড়া কবরস্থান এলাকার হারুন হোসেনের ছেলে রিপন হোসেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা চারটি মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার ২৭ জানুয়ারী আদালতে সোপর্দ করা হয়েছে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, ওই ফাঁড়ীর এক এসআইসহ একদল পুলিশ বৃহস্পতিবার ২৬ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টার পর শহরের এম এম কলেজ দক্ষিণ গেট সংলগ্ন শাহ আব্দুল করিম রোড পাকা রাস্তার উপর থেকে রিপন হোসেনকে গাঁজা বেচাকেনার সময় ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। ওই পুলিশ ফাঁড়ীর আরেক এসআইসহ একদল পুলিশ একই সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় গাজীরঘাট রোড আয়শা পল্লী আলোয় ভূবন ভরা নামক বিল্ডিং এর সামনে থেকে শেখ রাসেল নামে এক গাঁজা বিক্রেতাকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে, কোতয়ালি মডেল থানার এক এসআইসহ একদল পুলিশ বৃহস্পতিবার ২৬ জানুয়ারী বিকেল সাড়ে ৩ টায় শহরের পৌর সভার ৯ নং ওয়ার্ডের বকচরস্থ মসজিদ গলির জনৈক কামরুলের বাড়ির সামনে থেকে ইমদাদুলকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এছাড়া,কোতয়ালি মডেল থানার এক এসআইসহ একদল পুলিশ শুক্রবার ২৭ জানুয়ারী সকাল পৌনে ৯ টায় সদর উপজেলার খোলাডাঙ্গা গাজীপাড়া জনৈক দুলাল মিয়ার বসত বাড়ীর পূর্ব পাশে উঠানের উপর থেকে আসিফ হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১৫ পিস ইয়াবা উদ্ধার করে।




Leave a Reply

Your email address will not be published.