যশোর অফিস : যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের জমি সংক্রান্ত বিষয়ের জেরে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাংচুরের হুমকির অভিযোগ উঠেছে। এ অভিযোগে ওই এলাকার মৃত মুন্সি সাখাওয়াত আলীর ছেলে আতাউর রহমান একই গ্রামের কামাল হোসেনের স্ত্রী ইসমত আরার বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে কোতোয়ালি থানা পুলিশ।
অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০২২ সালের ২৫ এপ্রিল বাহাদুরপুরে ছয় লাখ টাকায় বাদীর কাছথেকে তিন শতক জমি কিনতে ২ লাখ টাকা বাইনা দেন ইসমত আরা। যা একই বছরের ১৫ আগষ্টের মধ্যে বাকি টাকা দিয়ে ওই জমি দলিল রেজিস্ট্রি করে নেবেন ইসমত আরা। কিন্তু সময় অতিক্রম করলেও ইসমত আরা ওই জমি না নিয়ে নানা ধরনে তালবাহানা করতে থাকে। বাধ্য হয়ে গত ২ ফেব্রুয়ারী ওই জমি লিখে নেয়ার জন্য বললে ইসমাত আরা ওই জমি নিতে অস্বীকার করে তার থেকে অধিক দামি জমি দাবি করেন। সর্বশেষ ২০ ফেব্রুয়ারি বাদী বায়নার টাকা ফেরত দিতে চাইলে নানা ধরণের হুমকি ধামকি দেন ইসমত আরা। শুধুই তায় বর্তমানে ইসমত আরা লোক মারফত নানা হুমকি ধামকি দিচ্ছেন। বিষয়টি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী। বাধ্য হয়ে তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে তদন্তের দায়িত্বে পেয়েছেন কোতোয়ালি থানার এসআই রেজাউল করিম। ইতিমধ্যে তিনি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন।




Leave a Reply

Your email address will not be published.