যশোর অফিস : যশোর রেলওয়ে স্টেশন থেকে হোরোইনসহ দুইজনকে আটক করেছে রেলওয়ে গোয়েন্দা শাখার একটি টিম। তাদের মধ্যে একজন রয়েছে শিশু। মঙ্গলবার সন্ধার সাড়ে ছয়টারপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের তাছথেকে ৬০ পুড়িয়া হোরোইন উদ্ধার করা হয়। আটকরা হলেন, পিরোজপুর জেলার ভান্ডাড়িয়া উপজেলার আতরখালী গ্রামের মৃত আলী হোসেনের ছেলে আল আমীন শরীফ । তিনি বর্তমানে খুলনা জেলার রুপসা উপজেলার মিল্কি দেওয়ারা গ্রামে বসবাস করেন। অপরজন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার হিলি গ্রামের রওশন শেখের ছেলে শিশু আবু হানিফ। এ ঘটনায় খুলনা রেলওয়ে জেলা গোয়েন্দা শাখার এএসআই মাসুদ খান বাদী হয়ে খুলনা রেলওয়ে থানায় মামলা করেন। পরে বুধবার তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়। আদালত আমিন শরীফকে যশোর কেন্দ্রীয় কারাগারে ও আবু হানিফকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
মামলায় বাদী উল্লেখ করেন, বেতনা ট্রেনে মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোর রেলওয়ে স্টেশনে দুইজন হোরোইন নিয়ে অবস্থান করছে। তাৎক্ষনিক তারা যশোর রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। ১ নং প্লাটফর্ম থেকে ওই দুইজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাসি করে আল আমিন শরীফের কাছথেকে ৩০ পুড়িয়া ও আবু হানিফের কাছ থেকে ৩০ পুড়িয়েসহ মোট ৬০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন তিন গ্রাম মুল্য ছয়হাজার টাকা।




Leave a Reply

Your email address will not be published.