যশোর অফিস: আপন ভাইপোদের অপরাধ জগত থেকে সরে যেতে বলায় প্রাণনাশের হুমকী ধামকীর এক পর্যায় বাড়ি ঘর দখল করে নেশার আখড়ায় পরিণত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ও নিজের সম্পত্তি ফিরে পেতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। যশোর শহরের ৯নং রেলরোডস্থ মৃত শেখ আব্দুল ওহাবের ছেলে শেখ রেজাউল হক খোকন কোতয়ালি মডেল থানায় আপন ভাইপোর কালো থাবার হাত থেকে নিজেজে রক্ষাসহ সম্পতি ফিরে পেতে প্রশাসনের দ্বারস্ত হয়েছেন। তিনি অভিযোগে বলেছেন,তার ভাই মৃত মিজানুর রহমান বাবলুর ছেলে সোহেল শেখ ও রাসেল শেখ কিছু অজ্ঞাত সন্ত্রাসী নিয়ে এলাকার যুবক ছেলেদের জীবন নষ্ট করছে। শেখ রেজাউল হক খোকন ভাইপো সোহেল ও রাসেলকে এই অপরাধ জগত থেকে সরে যেতে ও সন্ত্রাসী কার্যকলাপ করতে নিষেধ করে। এতে ভাইপো অজ্ঞাতনামা সন্ত্রাসীদের সহযোগীতায় চাচা শেখ রেজাউল হককে প্রাণ নাশের হুমকী দেয়। উক্ত দুই ভাইপো শেখ রেজাউল হকের বাড়ির ফ্ল্যাট এবং তার ছোট ভাইয়ের ফ্ল্যাট জোর পূর্বক দখল করেছে এবং উক্ত ফ্ল্যাটের ভাড়া তুলে তারা ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। তাছাড়া,উক্ত দুই ভাইপো মাঝে মধ্যে উক্ত ফ্ল্যাটের দ্বিতীয় তলায় মাদক নিয়ে যুবক ছেলেদের নিয়ে নেশার আসর বসায়। রেজাউল হক অভিযোগে আরো বলেন, ভাইপোদের সন্ত্রাসী কার্যকলাপের এক পর্যায় তিনি তার অংশ বিক্রি করতে চাইলে প্রাণ নাশের হুমকী দেয় উক্ত দুই ভাইপো ও তাদের সহযোগী সন্ত্রাসীরা। শেখ রেজাউল হক ভাইপোদের কারণে জীবনের রক্ষার্থে যশোর ছেড়ে অন্যত্র বসবাস করে। চাচাকে ভাইপো হুমকী দিয়ে বলে যশোর আসলে তাকে মেরে লাশ গুম করে ফেলবে। তারা আরো বলে পুলিশ প্রশাসন তাদের কেনা। রেজাউল হক বর্তমানে ডাক্তার এইচএসএম আব্দুর রবের কাছে জমিসহ তিনতলা বাড়ি রেজিষ্ট্রি বায়নাসহ বিক্রয় করেছে। ডাক্তার আব্দুর রব বাড়ির দখল নিতে গেলে তাকেও প্রাণ নাশের হুমকী দেয়। সোহেল ও রাসেল উচ্চসরে বলে দরকার হলে দুই একটি মার্ডার হয় হবে। তবুও বাড়ি ছাড়বেনা ও দখল দেবেনা। রেজাউল হক আরো বলেন, ভাইপো সোহেল ও রাসেল পাঁচ বছর যাবত জোরপূর্বক ভাড়া তুলে খাচ্ছে। চাচা রেজাউল হক দুই ভাইপোর কাছে প্রায় ৫লাখ টাকা পর্যন্ত পাবে। অভিযোগে আরো উল্লেখ করেন,দুই ভাইপো বলাবলি করে অনেকবার মার্ডার কেস, নারী নির্যাতন ও মাদক কেসে জেল গেছে। পুলিশ র‌্যাব তাদেরকে কিছুই করতে পারেনি।বর্তমানে সোহেল শেখ ও রাসেল শেখ এর ভয়ে চাচা ঢাকায় বসবাস করেছে। রেজাউল শেখ আরো বলেন,রাসেল এর নামে যশোর পলিটেকনিক কলেজে বোমাবাজির এবং সোহেল শেখ এর নামে বরিশালে অপহরণ কেসে জেল পর্যন্ত খেটেছে। ভাইপোদের ভয়ে রেজাউল হক বাড়িতে ফিরতে পারছেনা। তার অভিযোগ তদন্তই নেমেছে কোতয়ালি মডেল থানার এএসআই আল মিরাজ। তদন্তর শুরুতে পুলিশ উক্ত ভবনে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। সোহেল শেখ ও রাসেল শেখকে বিষয়টি অবহিত করলে তারা কাগজপত্র দেখানোর নামে কালক্ষেপন শুরু করেছে বলে রেজাউল হক ও তার সহযোগীরা অভিযোগ তুলেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *