যশোর অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে যশোর গণমানুষের প্রাণের দাবির মুখে চৌগাছার তাহেরপুর থেকে যশোর সদরের বসুন্দিয়া পর্যন্ত ভৈরব নদের ৯২ কিলোমিটার খননে ২৭২ কোটি ৮১ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করছে বলে পানি সম্পদ মন্ত্রণালয় দাবী করেছে। উক্ত খনন শুরু হয়ে শেষ পর্যায় রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দাবি করে বলেছে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি ২০ শতাংশ কাজ চলছে। অপরদিকে,নদী সংস্কার আন্দোলন কমিটি বলছে, এখনও পর্যন্ত কোনো ঠিকাদারের ভৈরব নদ খননের কাজ ডিজাইন মোতাবেক হয়নি। নদী খনন অংশের সর্বত্রই ব্যাপক ঘাপলাবাজির মধ্যে হয়েছে। এখনও শুভংকরের ফাঁকি চলছে। আরা নানা তালবাহানায় যশোর শহরের অংশ দৃশ্যমানও হয়নি। যদিও পাউবো নির্বাহী প্রকৌশলীর দাবি, স্বচ্ছতার সাথে কাজ এগুচ্ছে। চলতি মাস থেকেই আবার চূড়ান্ত খনন শুরু। কিছু স্থাপনা কাজে বিঘœ ঘটাতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৬ সালের ১৬ আগস্ট ‘জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন’ প্রকল্পের আওতায় যশোরের ভৈরব নদ পুণখনন প্রকল্পটি একনেকের সভায় পাস হয়। এই প্রকল্পে ২৭২ কোটি ৮১ লাখ টাকা অনুমোদন দেয়া হয়। ২০১৬-২০১৭ অর্থ বছরে নদী খননের কাজ শুরুর টার্গেট হাতে নেয়া হয়। খনন কাজ ১ জুলাই ২০১৭ থেকে শুরু হয়ে আগামী ২০২১ সালের মধ্যে শেষ করার টার্গেট গৃহিত হয়। তবে ঠিকাদারী জটিলতা কাটিয়ে ভৈরবের দু’পাড়ের ১শ’১৮টি কাঁচা পাকা অবৈধ স্থাপনা সরিয়ে ২০১৮ সালের মে মাসে যশোরের শহরতলীর কনেজপুরে প্রথম কোদাল ফেলে খনন শুরু হয়।৯৬ কিলোমিটার নদ খননের জন্য ১৫ টি ঠিকাদারী প্রতিষ্ঠান ৩৮টি লটে বৃহত্তর পরিসরের এ নদ খননের কাজ পায়। যশোর মুজিব সড়কে অবস্থিত এসটি ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানটি পায় দু’টি লটের কাজ। একটি ভবন মেরামত ও রক্ষনাবেক্ষণ, অন্যটি পায় দু’কিলোমিটার নদ পুনঃ খনন। ঢাকার মতিঝিলের সেনাকল্যাণ ভবনে অবস্থিত ডলি কন্সট্রাকশন লিমিটেডের এসএ-এস আই্হনংঢ়; জেভী নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি ৩ টি লটে পায় ৭ কিলোমিটার পুনঃ নদ খনন কাজ। যশোর পুরাতন কসবা মিশন পাড়া এলাকার নুর হোসেন নামে ঠিকাদারী প্রতিষ্ঠানটি ৪টি লটে ১২ কিলোমিটার পুনঃ নদ খননের কাজ পায়। একই এলাকার এস এ-এমএসএ-এনএইচ (জেভী) নামে ঠিকাদারী প্রতিষ্ঠানটি ১টি লটে ৪ কিলোমিটার পুনঃ নদ খননের কাজ পায়। মিশন পাড়া এলাকার এনএইচ-এমএসসি-এস এ ইউ (জেভী) নামে ঠিকাদারী প্রতিষ্ঠানটি ৮টি লটে ২৮ কিলোমিটার খননের কাজ পায়। যশোর পুরাতন কসবা মিশন পাড়া এলাকার টেকনিপ কর্পোরেশন নামে ঠিকাদারী প্রতিষ্ঠানটি ১টি লটে পায় ৩ কিলোমিটার খননের কাজ। যশোর পুরাতন কসবা মিশনপাড়া এলাকার কপোতাক্ষী এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানটি ৪টি লটে পায় ১১ কিলোমিটার খনন কাজ। পুরাতনকসবা বিবি রোড এলাকার রেজা এন্ট্রারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানটি ১টি লটে পায় ৩ কিলোমিটার কাজ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *