যশোর অফিস: সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামের ঈদগাহ পাড়াস্থ এলাকায় এক গৃহবধূকে উত্যক্ত ও কুপ্রস্তাবের এক পর্যায় ধর্ষন করতে গিয়ে আটক হওয়ার পর ছাড়িয়ে নেওয়ার ঘটনায় পরস্পর বিরোধী দু’টি মামলা দায়ের করা হয়েছে। উভয় উভয়কে আসামীকে করে কোতয়ালি মডেল থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে, ধর্ষনের চেষ্টাকারী হিসেবে সদর উপজেলার তালবাড়ীয়া গ্যারেজ মোড়ের সামনে ঈদগাহ পাড়ার আলী আকবারের ছেলে আলী হাসান সবুজ। অপর পক্ষের তালবাড়ীয়া গ্রামের তফসীর মোল্লার ছেলে শামীম,একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে তফসীর মোল্লা,তফসীর মোল্লার ছেলে শাহিন রেজা,শামীম রেজার স্ত্রী মোছাঃ হালিমা খাতুন ওরফে নিলা,তফসীর মোল্লার ছেলে মোস্তাক আহম্মেদসহ অজ্ঞাতনামা ২/৩জন। প্রথম মামলায় তালবাড়ীয়া ঈদগাহ পাড়ার শামীম রেজার স্ত্রী হালিমা আক্তার নিলা মামলায় বলেছেন, আসামী আলী হাসান সবুজ তাকে উত্যক্ত করতো। ইতিপূর্বে তাকে কু-প্রস্তাব দিলে সে প্রত্যাখান করে। বিষয়টি গৃহবধূ তার স্বামী আত্মীয়স্বজনকে জানালে আলী হাসান সবুজ উল্টো হুমকীসহ ক্ষতি করার হুমকী দেয়। গত ২১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টায় গৃহবধূ তার বাইরের কাজ কর্ম সেরে ঘরে ঢুকে। এ সময় ঘরে আগে থেকে ওৎপেতে থাকা আলী হাসান সবুজ হাতে ধারালো চাকু দিয়ে হত্যার হুমকী দিয়ে গৃহবধূকে জিম্মি করে স্পর্শ কাতর স্থানে হাত দেয় ও ধর্ষনের চেষ্টা করে। গৃহবধূ চিৎকার দিলে বাড়ির ও আশপাশের লোকজন এগিয়ে এসে লম্পট আলী হাসান সবুজকে আটক করে। এ দিকে আলী হাসান সবুজ আটকের খবর পেয়ে আলী হাসান সবুজের ভাই রানা,বোন রুবি বেগম ছুটে আসে। তারা আলী হাসান সবুজকে ছিনিয়ে নিয়ে যায়। সবুজের ধারালো চাকুর আঘাতে হালিমা আক্তার নিলার আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। আসামীরা গৃহবধূর স্বামীসহ সবাইকে হত্যার হুমকী দিয়ে দ্রুত সটকে পড়ে। অপরদিকে, তাল বাড়িয়া পশ্চিম পাড়ার আলী আকবারের ছেলে আলী হাসান রানা তার মামলায় বলেছেন, তার ভাই আলী হোসেন সবুজের সাথে উক্ত আসামীদের পূর্ব শত্রুতা চলে আসছিল। আসামীরা অপরাধী দলের সক্রিয় সদস্য। আলী হোসেন সবুজকে মারপিট খুনজখম করার হুমকী দিয়ে আসছিল। গত ২১ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬ টায় আলী হোসেন সবুজ গ্রামের তাজুর চায়ের দোকান হতে চা পান করে পায়ে হেঁটেবাড়িতে যাওয়ার সময় তফসীর মোল্লার হুমকীকে শামীম রেজা আক্রামন চালিয়ে কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা টার্চ ও ওয়ালটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে। সবুজের চিৎকারে মা রোকেয়া বেগম, সবুজের স্ত্রী লাকি বেগম,ভাই বৌ রেনু বেগম এবং প্রতিবেশী রেকসোনা এগিয়ে গেলে তাদেরকে মারপিটসহ জমম শ্লীলতাহানী ঘটায়। শামীম রেজা আলী হোসেন সবুজকে তার ঘরে অবৈধভাবে আটক করে মারপিট করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উক্ত বাড়ি হতে সবুজকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।#




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *