রবিউল ইসলাম করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চরম খাদ্য সংকটে ভোগা শ্যামনগরের অতিদরিদ্রদের মাঝে জরুরী নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে প্ররসপারিটি প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের (এনজিএফ) উদ্যোগে এই অর্থ সহায়তা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইউএনও আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিদরিদ্রদের মাঝে জরুরী নগদ অর্থ সহায়তা প্রদানের এই কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের পরিচালক লুৎফর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম আকবর কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমূখ। প্রসঙ্গত, ৫ বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় উপজেলার সুন্দরবন উপকূলীয় গাবুরা ইউনিয়নের তিন হাজার সাতশত পরিবারকে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে তিন হাজার করে অর্থাৎ মোট নয় হাজার টাকা করে প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন এনজিএফ এর মাইক্রোফিনান্সের পরিচালক আলমগীর কবীর।




Leave a Reply

Your email address will not be published.