সমাজের আলো: গ্রেপ্তার হওয়া মঈন উদ্দীন আজাদ এক যুবতীকে চাকরি দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার মঈন উদ্দীন আজাদ (৪২)। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মঈন উদ্দিন রাজশাহী শহেরের শিরোইল এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এসআই আব্দুল মতিনসহ থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবতীকে (২৫) ধর্ষণের অভিযোগে গত ১৮ জানুয়ারি রাতে ভুক্তভোগী ওই যুবতী বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেছেন। খোঁজ জানা গেছে, ট্রেনে যাতায়াতের পথেই স্টেশন মাস্টার আজাদের সঙ্গে ওই ওই যুবতীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে কথা হতো। আজাদ ওই নারীকে রেলওয়েতে একটি চাকরিও দিতে চেয়েছিলেন। এজন্য ঘুষ হিসেবে ওই নারীকে আট লাখ টাকা লাগবে জানায়। তিনি আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন। মামলার এজাহারে সূত্রে জানা যায়, রেলওয়েতে একটি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেওয়ার নামে গত গত ১৭ জানুয়ারি আজাদ তার বাসায় ওই যুবতীকে ডাকেন। ওই যুবতী ‘সরল বিশ্বাসে’ তার বাসায় যান। গিয়ে দেখেন, আজাদের বাসায় কেউ নেই। ফাঁকা বাসায় মঈন উদ্দিন আজাদ তাকে ধর্ষণ করেন। শত চেষ্টা করেও তিনি রক্ষা পাননি। ধর্ষণের পর এই ঘটনা কাউকে জানালে তার বড় ধরনের ক্ষতি হবে বলে ভুক্তভোগী নারীকে রেলের এই কর্মকর্তা হুমকি দেন। তবে পরের দিন ভুক্তভোগী নারী ওই রেলওয়ে কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রেলের অভিযুক্ত ওই কর্মকর্তা নাটোরের নলডাঙ্গা এলাকায় অবস্থান করছে। পরে মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে নাটোর থেকে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার সকালে তাকে




Leave a Reply

Your email address will not be published.