সমাজের আলো: মাত্র চার মাসের ব্যবধানে দিনাজপুর জেলা যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টনের বিরুদ্ধে পুলিশ ১৬টি মিথ্যা মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। তারা বলছেন, এক মামলায় জামিন হলে অন্য মামলায় গ্রেফতার দেখিয়ে খলিলুল্লাহকে কারাগার থেকে বের হতে দিচ্ছে না পুলিশ। প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে অভিযোগ করে প্রতিকার না পেয়ে শেষে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিল্টনের বাবা হাবিবুল্লাহ আজাদ এই সংবাদ সম্মেলন করেন। এ সময় মিল্টনের মা, স্ত্রী ও দুই মেয়েসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মিল্টনের বাবা আজাদ অভিযোগ করে বলেন, দিনাজপুরের খানসামা উপজেলায় আমরা থাকি। আমার ছেলে মিল্টন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে দিনাজপুর শহরে ব্যবসা শুরু করে। ব্যবসার পাশাপাশি যুবলীগের রাজনীতিও করে। গত বছরের ৫ অক্টোবর মিল্টন ব্যবসার কাজে ঢাকায় যায়। সাত দিনের মাথায় পুলিশ দিনাজপুরের বাসায় ও গ্রামের বাড়ি খানসামায় তার খোঁজখবর নিতে শুরু করে। মিল্টনকে না পেয়ে আমার পুত্রবধূকে নানানভাবে মানসিক নির্যাতন শুরু করে। গত ২০ অক্টোবর পুলিশ সুপারের সাক্ষাৎ চেয়ে আবেদন করলেও পুলিশ সুপার মিল্টনকে সাক্ষাতের সুযোগ দেননি। এরপর গত ২০ নভেম্বর ঢাকা থেকে মিল্টনকে গ্রেফতার করে ঢাকা থেকে সৈয়দপুরগামী একটি ফ্লাইটে করে নিয়ে যায়।




Leave a Reply

Your email address will not be published.