সমাজের আলো। । সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর ঘোলা গ্রামের কানাই সরকারের ৭ শতক জমিতে চাষ করা শীতকালীন সবজি ওলকপি যার বিক্রয় মুল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা রাতের আঁধারে কে বা কারা সম্পুর্ন জমির সবজি নষ্ট করে দিয়েছে। দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলায় কৃষকরা। দেশের উন্নয়নের স্বার্থে তাদের এই আত্মত্যাগ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ কথা কারো অজানা নয়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কৃষি কাজের কোনো বিকল্প নেই। এই কথা কে মাথায় রেখে কৃষক রা তাদের সমস্ত পরিশ্রম দিয়ে কৃষি কাজ করে ফসল ফলায়। ঠিক এমনই একজন কৃষক সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নে মাহমুদপুর ঘোলা গ্রামের কানাই সরকার পিতা মৃত গনেশ সরকার। নিজের জমি বলতে বসত ভিটা ছাড়া কিছুই নেই। দিন মুজুরি আর অন্যের জমি বর্গা নিয়ে তার সংসার চলে। অনেক কষ্ট করে ৭ শতক জমি বন্ধক নিয়ে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ করে তাতে আগাম ওলকপির চাষ করে। তার চারা লাগানোর বয়স ১ মাস আর মাত্র ২০ দিন পার হলেই কপি কেটে বাজারে বিক্রিয় করতে পারতো । বর্তমান বাজার দরে ৪০ থেকে ৫০ হাজার টাকা তার ঘর আসতো। কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি কে বা কারা শুক্রবার বার দিবাগত রাতে সম্পুর্ন জমির কপি কুপিয়ে নষ্ট করে দিয়েছে। এই সবজি নষ্ট করে দেওয়ার ফলে তার যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে আগামী কয়েক বছর লেগে যাবে বলে তিনি জানান।



Leave a Reply

Your email address will not be published.