মোঃ রাহাতুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ- প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে। রোজিনা হোক শক্তি, রোজিনা হোক আলো— এই স্লোগান কে সামনে রেখে অনুষ্ঠিত হলো মোমবাতি প্রজ্বালনের কর্মসূচি। শনিবার (২২ মে) সন্ধ্যা ৭টায় সারা দেশের ১২৯টি বন্ধুসভার ন্যায় সাতক্ষীরা শহরের পাকাপোলের উপর মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা। এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রথিক চন্দ্র,যুগ্ম সাধারণ সম্পাদক রাহাতুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইমরুল হাসান তুহিন,অর্থ সম্পাদক দৃষ্টি কুন্ডু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর, সদস্য তরিকুল ইসলাম অন্তর, কর্ণ বিশ্বাস কেডি, মেহেদী আল মেহেদী, আর এম মেহেদি, মোঃ ইমন,মোঃ ফয়সাল প্রমুখ। উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়। ওই দিন রাতেই রোজিনার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। পরদিন মঙ্গলবার রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। রোজিনার আইনজীবীরা তাঁর জামিন চান। আদালত রিমান্ডের আবেদন নাকচ করে রোজিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখেন। রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার দুপুরে শেষ হয়। আদালত তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেননি। ওই দিন বিকেলে জানানো হয়, রাষ্ট্রপক্ষের তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে রোববার (কাল) আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *