রবিউল ইসলামঃ প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাকে হেনস্থার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে শ্যামনগরে মানবন্ধন হয়েছে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বেলা দশটা থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়।শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ছাড়াও মানববন্ধনে উপজেলা রিপোটার্স ক্লাব, অনলাইন নিউজ ক্লাব, সুন্দরবন প্রেসক্লাব, চিকিৎসক, আইনজীবি, ভুমিহীন কমিটির নেতাসহ ছাত্র-শিক্ষক ও সাধারন মানুষ অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহনকারীরা কালবিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে মেধাবী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দেয়ার আহবান জানান।তারা বলেন, স্বাস্থ্য বিভাগের দুর্ণীতির একাধিক রিপোর্ট রোজিনা ইসলাম প্রকাশ করলেও তার কোন প্রতিবেদন মিথ্যা প্রমানিত করতে না পেরে বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে হেনস্থা করা হচ্ছে। সরকারের চতুর্থ স্তম্ভ বলা হলেও আমলাদের প্রাধান্য দিতে যেয়ে সংবাদপত্র এবং সাংবাদিকতাকে দুরে ঠেলা হচ্ছে অভিযোগ করে বক্তারা বলেন, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ সাহসী সাংবাদিকতার জন্য তাকে পুরস্কৃত করা না হলে মানুষ সরকারের উপর আস্থা হারাবে।একইসাথে সাংবাদিকতার কারনে ইতিমধ্যে যারা কারারুদ্ধ হয়ে আছেন সেসব সাংবাদিকদের দ্রুত মুক্তিদানসহ স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গনমাধ্যম এর চলার পথ পরিস্কার করারও আহবান জানান তারা।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক সভাপতি আকবর কবির, সাধারন সম্পাদক জাহিদ সুমন, শেখ আফজালুর রহমান, মেহেদী মারুফ, প্রভাষক সামিউল মনির, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, মোকছেদ আলী, মোহাম্মদ আলী, কামরুজ্জামান সাগর, আব্দুল আলিম, আব্দুল কাদের প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *