সমাজের আলো : সাতক্ষীরা জেলাব্যাপী করোনার ঝুঁকি চরমে। এ লক্ষে জেলাব্যাপী কঠোর লকডাউনের ৪র্থ দিন চলছে। কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে চলছে প্রশাসনের কঠোর নজরদারি। নলতায়ও দেখা গেছে দোকান পাঠ বন্ধের চিত্র। কিন্তু এর মধ্যে দিয়েও কিছু দোকানদার প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঠিকই চালাচ্ছে কর্মকান্ড। সরকারি নিয়মনীতির তোয়াক্কা করছে না অনেকে। এর মধ্যেই আবার অনেক দোকানে ঝুলিয়েছে হালখাতার ব্যানার। এদিকে চলাচলে আর হাট-বাজারে দেখা গেছে বৃদ্ধাঙ্গুল দেখানোর চিত্র। যেমন জনসাধারণের সমাগম তাতে আবার মাস্ক নেই কারো মুখে। কিছু জন মাস্ক ব্যবহার করলেও তা আছে থুতনির নিচে না হলে পকেটে। প্রশাসনের লোক বা কোন রিপোর্টার দেখলে একটু মুখে দেওয়া। এভাবে চলছে এলাকার মানুষের লকডাউন পালন। আর এভাবেই এই এলাকা দ্রুত আক্রান্ত হচ্ছে ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। সুতরাং এই মহামারী ভাইরাস সংক্রমণ কমাতে দ্রুত আরো কঠোর পদক্ষেপ গ্রহন ও প্রয়োগ করতে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের উপর দাবী জানিয়েছেন সচেতন মহল।




Leave a Reply

Your email address will not be published.