সমাজের আলো : করোনার উর্ধমুখী গতি নিয়ন্ত্রনে সপ্তাহব্যাপী লকডাউনের ষষ্ঠ দিনে পুলিশ সাতক্ষীরা শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়েছে। বাঁশ ও চেয়ার টেবিল ফেলে যানবাহন ও বিনা কারণে চলাচলে বাধা দিচ্ছে পুলিশ। জরুরি প্রয়োজনে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছেন। তবে ছাড় রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান ও যানবাহনের জন্য। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ।
এদিকে ৫ জুন শুরু হওয়া সপ্তাহব্যাপী লকডাউনের ছয়দিন আজ। বুধবার ৯৫ জনের নমুনায় করোনা শনাক্তের হার ৫০ শতাংশ হওয়ায় লকডাউনের বাধা নিষেধ আরও কড়াকড়ি করা হয়েছে। এরই মধ্যে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে সর্দি কাশি জ¦র ডায়রিয়ার মতো করোনার নানা উপসর্গ। ফলে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ। সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত জানান এ বিষয়ে শনিবার অনুষ্ঠেয় করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। ——




Leave a Reply

Your email address will not be published.