সমাজের আলো : টানা তিন হারে বিশ্বকাপ আগেই শেষ হয়েছিল বাংলাদেশের। তবে পরিসংখ্যান আর অঙ্কের হিসাব বলছে বেঁচে আছে সেমিফাইনালে আশা। কিন্তু তার জন্য গ্রুপে থাকা শক্তিশালী দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারাতে হবে বাকি সবগুলো ম্যাচ। কিন্তু চতুর্থ ম্যাচে সেই প্রটিয়ারা বাংলাদেশকে গুঁড়িয়ে সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিত করলো। তবে তাদের এখনো তাকিয়ে থাকতে হবে অজিদের জয়-পরাজয়ের দিকে। দলটি হার দিয়ে সুপার টুয়েলভ শুরু করলেও দক্ষিণ আফ্রিকা পেয়েছে টানা তিন জয়। তাদের রান রেট ০.২১০ থেকে বেড়ে দাঁড়ালো ০.৭৪২। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে যা খুলে দিতে পারে সম্ভাবনার দুয়ার।
আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। জবাব দিতে নেমে ৬ উইকেটের হারে আক্ষরিক অর্থে সমাধিস্থ হলো টাইগারদের বিশ্বকাপ স্বপ্ন। কেন এমন হাল! সংবাদ সম্মেলনে এসে এই ম্যাচের সফল বোলার তাসকিন বলেন, ‘১১০ ভাগ দিয়ে খেলার চেষ্টা করছি হচ্ছে না। আমি মনে করি আমরা এখনো আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যেমন পারফর্ম করছি তার চেয়েও আমরা ভালো দল। ‘কিছু সহজ জয় আমাদের হাতছাড়া’- সত্যি কি তাই! মাঠে দলের শারীরিক ভাষা তো তা বলে না। ব্যাট হাতে দলের পক্ষে মাত্র ৩ ম্যাটসম্যানই দুই অঙ্কে ছুঁয়েছে। অভিজ্ঞ মুশফিকুর রহীমের ব্যাটিং নিয়ে প্রশ্ন না করে উপায় নেই। গোটা বাংলাদেশ দলকে দেখে মনে হচ্ছে- বিশাল আরব সাগরে দিকপাল হীন এক নৌকা!
একের পর এক হার সেই সঙ্গে ইনজুরির হানা। শুরুতে পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে পড়ে। এরপর ইনজুরিতে সাকিব আল হাসানেরও বিশ্বকাপ শেষ হয়। চোট লাগা উইকেটকিপার ব্যাটসম্যান নূরুল হাসান সোহানের আর মাঠে নামার কোনো সুযোগ নেই। তাকে দলে রাখা হয়েছে শুধুমাত্র স্কোয়াড রক্ষা করার জন্য। কারণ তাকে বাদ দিয়ে দল সাজাতে অধিনায়কের হাতে আছে মাত্র ১৩ ক্রিকেটার। গতকাল সাকিবের পরিবর্তে নাসুম ও সোহানের বিকল্প একাদশে জায়গা পান শামীম হোসেন পাটোয়ারি। এই পরিবর্তনের খবরটা ম্যাচের আগের দিনই দিয়ে রেখেছিলেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। কিন্তু গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হঠাৎ করেই একাদশের বাইরে চলে যান মোস্তাফিজুর রহমান। কি কারণ, তার এভাবে একাদশের বাইরে থাকার! এ বিষয়ে তাসকিন বলেন, ‘একাদশ সাজানো তো আমাদের হাতে নেই। দিন শেষে যে দল দেয়া হয় তা নিয়েই আমরা খেলার চেষ্টা করি। দল সাজানো পুরোপুরি ম্যানেজমেন্টের হাতে। আমরা আসলে দিন শেষে যারা মাঠে নামি, তারা সবার সেরাটা দেই। এই দল নিয়েই চেষ্টা করি।’ সেই সঙ্গে অকপটে জানিয়ে দেন, সাকিব ও মোস্তাফিজ ছাড়া কতটা অসহায় দল। তিনি বলেন, ‘সাকিব ভাই ও মুস্তাফিজ দু’জনই সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম শক্তি। সাকিব ভাই চোটে পড়েছে, মুস্তাফিজ আজকে ছিল না। ওরা থাকলে বাংলাদেশের জন্য বাড়তি শক্তি, প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তা। যেহেতু ছিল না, কিছু করার তো ছিল না। আমরা যারা খেলেছি সেরাটা দিয়েছি।’
ব্যাটারদের দেয়া অল্প পুঁজিতেই লড়াইয়ের চেষ্টা করেন তাসকিন, শরিফুলরা। কিন্তু তাতেও রক্ষা হয়নি; ৩৯ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রোটিয়ারা। বাংলাদেশের ইনিংসে দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন ৩ ব্যাটসম্যান, বিপরীতে শূন্যের ঘরে থেকেই বিদায় নেন ৪ ব্যাটসম্যান। ওপেনার লিটন দাসের ২৪, অভিষিক্ত শামীমের ১১ ও শেষদিকে মেহেদী হাসানের ২৭ রানের ইনিংসের সুবাদে ৮৪ রান স্কোরবোর্ডে জমা করে বাংলাদেশ। এই পুঁজি নিয়েই লড়াই জমিয়ে তোলেন তাসকিন। প্রথম ওভারেই সাফল্য পান তিনি। লেগ বিফোরের ফাঁদে ফেলেন ৪ রান করা ওপেনার রেজা হেনড্রিক্সকে। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই কুইন্টন ডি কককে বোল্ড করেন মেহেদী হাসান। ফেরার আগে ১৫ বলে ৩ চারের সাহায্যে ককের ব্যাট থেকে আসে ১৬ রান। এইডেন মার্করামকে শূন্যতেই ফিরিয়ে দাঁড়াতেই দেননি তাসকিন। তবে সতর্কতার সঙ্গে খেলতে থাকা র?্যাসি ভ্যান ড্যার ডুসেনকে ২২ রানে থামান নাসুম আহমেদ। তবে নাসুমের থেকে এই উইকেটের ক্রেডিট বেশি দুর্দান্ত ক্যাচ নেয়া শরিফুল ইসলামের। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা শেষপর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।




Leave a Reply

Your email address will not be published.