সমাজের আলো : সদরের যোগরাজপুর গ্রামের শাহীনের বাড়ি থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে তার বাড়িতে অভিযান চালানোর আগেই শাহীন পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ি শাহীন ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, নিজেকে সাংবাদিক পরিচয়ে মোটরসাইকেলের সামনে স্টিকার লাগিয়ে শাহীন দীর্ঘদিন ধরে গাঁজা ও ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। এ কাজে সে তার স্ত্রীকে ব্যবহার করে থাকে। ইতোপূর্বে কয়েকবার মাদকসহ ধরা খেয়ে জেলে যায় শাহীন। মাদক নিয়ে ধরা পড়ার পরপরই প্রভাবশালী একজন সাংবাদিক ছাড়াও কয়েকজন তাকে ছেড়ে দেওয়ার জন্য তদ্বির করেছিল। তার স্ত্রী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও অন্ত:স্বত্ত্বা হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় তিনি বাদি হয়ে শাহীনকে পলাতক দেখিয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারায় বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




Leave a Reply

Your email address will not be published.