সমাজের আলো: করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষায় রোগিদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ল্যাব এইডের নারায়ণগঞ্জ শাখার বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পেয়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যাপারে প্রতিষ্ঠানটির সব ধরণের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ।

করোনার নমুনা পরীক্ষার জন্য সাড়ে ৪ হাজার টাকা ফি আদায় করেও শর্ত মোতাবেক রোগীর বাড়ি থেকে নমুনা সংগ্রহ না করে বাইরে ডেকে এনে হয়রানি করা হচ্ছে। রোগীকে সরকারি নমুনা সংগ্রহ বুথে ডেকে এনে নমুনা সংগ্রহ করে অর্থ হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ বেসরকারি এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এমন একটি ঘটনা প্রকাশ হয়ে পড়লে জেলা স্বাস্থ্য বিভাগের নজরে আসে। তখন তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।




Leave a Reply

Your email address will not be published.