সমাজের আলোঃ সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি’র উদ্যোগে উপকূলের বানভাসিদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা জেলার আশাশুনির চাকলা এবং খুলনা জেলার কয়রার বেদকাশি পয়েন্টে উপহার সামগ্রী বিতরণ করা হয়। মুষলধারে বৃষ্টির মধ্যেও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি’র স্বেচ্ছাসেবকরা উপহার নিয়ে পৌঁছে যান বানভাসিদের দ্বারে দ্বারে।

ইয়ুথ সোসাইটি ফাউন্ডেশন,প্রদৃপ্ত-সহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় এ-কার্যক্রম পরিচালনা করা হয়। এ প্রসঙ্গে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি’র অন্যতম সংগঠক শাহিন বিল্লাহ বলেন,মাতৃভূমির প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এগিয়ে এসেছি। আমাদের যাত্রাপথের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি অসীম কৃতজ্ঞতা।

সাতক্ষীরা জেলার সর্বস্তরের শিক্ষার্থীদের মর্চা হিসেবে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি’র যাত্রা শুরু হয় ২০১৮ সালে। সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ শাকিল হোসেন বলেন,ছাত্রবান্ধব সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে ২০১৮ সালে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি যাত্রা শুরু করেছিল। খুব শ্রীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করব,ইনশাআল্লাহ।




Leave a Reply

Your email address will not be published.