ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:শরিকের জমি ভাগাভাগি করতে গিয়ে শালিশে জাহানারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে ৷ এ ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় নিহতের ছেলে মশিউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা৷মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নিহতের ছেলে জাহাঙ্গীর হোসেন৷

নিহত জাহানারা বেগমের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বুইতা গ্রামে।

নিহতের ছেলে মশিউর রহমান বলেন, প্রতিবেশী সবুজ ও শাহাজাহান আলীদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো৷ গতকাল সোমবার দিবাগত রাতে শালিসি মিমাংসায় বসলে তারা আমাদের উপর অতর্কিত হামলা করে৷ এ ঘটনায় বৃদ্ধ মা জাহানারা বেগম মারাত্মক জখম হয়৷ আজ দুপুরে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে মৃত্যু বরন করে৷ এ ঘটনার সুষ্ঠু বিচার পেতে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে৷

নিহতের আরেক ছেলে জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতিবেশিদের সাথে জমি নিয়ে বিরোধ ছিল কথাকাটাকাটি সময় সবুজ শাহাজানসহ কয়েক জনের হামলায় আহত মা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনার সঠিক বিচার চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন৷

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিশান হোসেন বলেন, প্রতিবেশীদের সাথে নিহত জাহানারা বেগম গং দের বিবাদ ছিল৷ বৃদ্ধার মৃত্যুর হয়েছে শুনেছি৷ জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশের টিম পাঠানো হয়েছে৷ তবে এ ঘটনায় নিহতের ছেলে বাদী মশিউর রহমান বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দিয়েছে৷ এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে৷ মৃতদেহ সাতক্ষীরা মর্গে আছে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে৷ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে৷




Leave a Reply

Your email address will not be published.