সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার শাখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে শেষ মেশ মাঠে নামলেন পাঁচজন বীর মুক্তিযোদ্ধা। ১৮ ডিসেম্বর সকাল ১০টায় ভোমরা ইউনিয়নের শাখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে বীর মুক্তিযোদ্ধা নূর আলী গাজী, আব্দুর রশিদ, মূছা আমিন, আবুল হোসেন আজাদ ও মজিবর রহমানের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক অভিভাবক ও সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শাখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগদানের পর থেকেই শিক্ষা মন্ত্রীর নিষেধ থাকা সত্তে¡ও সহকারী শিক্ষকদের দিয়ে স্কুলে কোচিং চালিয়ে ৫০% টাকা নিজে গ্রহণ করেন। করোনা মহামারীর পরে স্কুলের শিক্ষার্থীদের ডেকে এনে বেতন ও সেশনর্চাজের নামে ৪০০-৫০০ টাকা হারে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে দুই লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। ২০২০ সালে বিদ্যালয়ের নিয়মিত কমিটির মেয়াদ শেষ হলে তিনি শিক্ষাবোর্ড হতে তিন দফায় নিজের পছন্দের লোক দিয়ে স্কুলের এডহক কমিটি করেছেন। এ সময় বক্তারা বলেন, সর্বশেষ ম্যানেজিং কমিটি ২০২০ সালে বিদ্যালয়ের ফান্ডে তিন লক্ষ তিপান্ন হাজার টাকা, দুইজন আজীবন দাতা সদস্যের দুই লক্ষ বিশ হাজার টাকা এবং স্কুলের মার্কেট ভাড়া বাবদ প্রায় ১০ লক্ষ টাকাসহ আনুমানিক ১৬ লক্ষ টাকা থাকার কথা। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন বিদ্যালয়ের ফান্ডে খরচ চালানোর মতো টাকা নেই। এ সময় বক্তারা বলেন, প্রধান শিক্ষক আহম্মেদ শরীফ ইকবল তার এই অনিয়ম দুর্নীতি ঢাকার জন্য নিজের পছন্দের লোক দিয়ে স্কুল ম্যানেজিং কমিটি গঠনের জন্য উঠে পড়ে লেগেছেন। বক্তারা অতি দ্রæত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণসহ ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করে পুনরায় তফসিল ঘোষণার দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, ইউপি সদস্য আব্দুল আলিম, ফরহাদ হোসেন হিরা, পলাশ, কবির হোসেন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *