সমাজের আলো : আগামী ১১ জানুয়ারি ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহŸায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদস্য এসএম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সদস্য এএসএম মাকসুদ খান, রাম কৃষ্ণ চক্রবর্তী, মিজানুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রকৃত ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের কমিটি গঠন করা হবে। দীর্ঘদিন অবহেলিত ভোমরা স্থল বন্দরের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আগামী ১১ জানুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিবার্চন উপহার দেবে আহবায়ক কমিটি। সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষ যে আশায় বুক বেঁধেছে তা সফল হবে-ইনশাআল্লাহ।’ এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *