শেখ সিরাজুল ইসলাম : তালার শালিখা ডিগ্রী কলেজে আচার্য প্রফুল্ল চন্দ্র গবেষণা পরিষদের কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ সকাল ১১.৩০ ঘটিকায় শালিখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পরিষদের উপদেষ্টা বাবু বিধান চন্দ্র সাধুর সভাপতিত্বে মহামানবতার প্রতিমূর্তি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মানব কল্যাণ ও দেশপ্রেমের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন পরিষদের উপদেষ্টা ও উপাধ্যক্ষ জনাব মাহবুবুর রহমান, উপদেষ্টা ও ১১নং খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ রাজীব হোসেন, সভাপতি ও সহঃঅধ্যাপক রণজিৎ কুমার মণ্ডল, সহ-সভাপতি ও সহঃঅধ্যাপক প্রসাদ কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক ও প্রভাষক মনীব কুমার সেন, সহঃঅধ্যাপক স ম সিরাজুল ইসলাম, সহঃঅধ্যাপক নবকুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক জি এম নজরুল ইসলাম, গবেষণা সম্পাদক ও প্রভাষক এস এম নূরুল্লাহ, অর্থসম্পাদক ডাঃ মনিশংকর হরি, যুগ্ম সম্পাদক ও প্রধান শিক্ষক (অবঃ) সন্তোষ কুমার দাশ, সদস্য ও প্রভাষক সেলিম রেজা, সদস্য ও প্রধান শিক্ষক সন্তোষ কুমার মণ্ডল, প্রভাষক পলাশ কুমার দাশ, প্রভাষক দাশ আনন্দ মোহন, প্রভাষক মোঃ আব্দুল আজিজ, প্রভাষক রামকৃষ্ণ মণ্ডল, প্রভাষক রীপা রাণী গোলদার, প্রভাষক এনামুল হক, প্রভাষক মিনারুল ইসলাম, লাইব্রেরিয়ান মোঃ গোলজার হোসেন প্রমুখ। এরপর এজেণ্ডার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় – (১) পরিষদের সাধারণ কমিটি গঠন করা হয়। সদস্য সংখ্যা অনির্ধারিত। আচার্য দেবের চেতনার ব্যাপক প্রসারে দেশ-বিদেশের যে কোন স্থান থেকে সৎ ও আচার্য প্রেমী ব্যক্তি স্বর্তসাপেক্ষে এ পরিষদের সদস্য থাকতে পারবেন। এ জন্য মোবাইল/ ম্যাসেঞ্জার/ হোয়ার্টস এ্যাপে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করা হল। (২) এ পরিষদের পরিচালনায় আচার্য দেবের জন্মউৎসব আন্তর্জাতিকভাবে (শিকড়ের সন্ধানে) ইউটিউব চ্যানেলে পালন করা হবে। (৩) আচার্য দেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শালিখা ডিগ্রি কলেজে সাড়ম্বরে সাহিত্য সম্মেলন করা হবে। পরিষদের স্মরণিকা “প্রফুল্লদর্পণ” প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতি বিবেচনা করে অনুষ্ঠানের দিন ও তারিখ নির্ধারণ করা হবে। (৪) সর্বনিম্ন বার্ষিক সদস্য ফি ৫০০/-। অনুষ্ঠানের কমপক্ষে দুই মাস পূর্বে সদস্য ফি প্রদান করতে হবে। পরিষদের সমৃদ্ধি আনায়নে উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। স্বেচ্ছা অনুদানের ভিত্তিতে এ পরিষদ পরিচালিত হবে। সম্মানিত সদস্য ও দাতাগণের অনুদানের পরিমান ও পরিচিতি স্মরণিকায় প্রকাশ করা হবে। পরিষদের স্বচ্ছতা/ জবাবদিহীতার জন্য প্রতি বছরের আয়-ব্যয়ের হিসাব স্মরণিকা “প্রফুল্লদর্পণ” এ প্রকাশ করা হবে। পরিশেষে কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও আচার্য অনুরাগী সুধীজনদের এ পরিষদের সদস্যপদ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান করা হয়।




Leave a Reply

Your email address will not be published.