সমাজের আলো : আদালতে শাস্তির রায় শুনেই কাঠগড়া থেকে দৌড়ে পালিয়ে গেছেন এক আসামি। গতকাল সোমবার চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ঘটনাটি ঘটেছে। পালিয়ে যাওয়া ওই আসামির নাম মোহাম্মদ হাসেম মাঝি (৬০)। তিনি নোয়াখালীর সদর উপজেলার মৃত নাছির মিয়ার ছেলে।

জানা গেছে, একটি চেক প্রতারণা মামলার রায় শুনতে চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ আদালতে হাজির হয়েছিলেন হাসেম মাঝি। যথারীতি মামলার এতদিন কার্যক্রম শেষে বিচারক রায় পড়ে শোনান। রায়ে হাসেম মাঝিকে চেকের ২২ লাখ টাকা পরিশোধের পাশাপাশি এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আর এই রায় শোনা মাত্রই কাঠগড়া থেকে দৌড়ে পালিয়ে যান তিনি।

কোর্ট সূত্রে জানা যায়, চেক প্রত্যাখ্যানের মামলায় বিচারক আসামি হাসেম মাঝিকে বিনাশ্রম কারাদণ্ড ও চেকের ২২ লাখ টাকা পরিশোধ করতে বলেন। পরে কাঠগড়া থেকে আসামিকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যদের ডাকা হলেও কাউকে পাওয়া যায়নি। এ সুযোগে আসামি দৌড়ে কাঠগড়া থেকে বের হয়ে পালিয়ে যান। আদালতের বেঞ্চ সহকারী সাইফুদ্দিন পারভেজ বলেন, ‘রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় ছিলেন। পরে আসামি কাঠগড়া থেকে দৌড়ে পালিয়ে যান।




Leave a Reply

Your email address will not be published.