সমাজের আলো। ।শিক্ষার্থীদের ক্লাসে হাজির করে পরীক্ষা নেয়ায় কলেজ অধ্যক্ষের কারাদণ্ড করোনা মহামারীকালে সরকারি নির্দেশ আমান্য করে শিক্ষার্থীদের ক্লাসে হাজির করে পরীক্ষা নেয়ার অভিযোগে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরীক্ষার দুই’শ খাতা, পরীক্ষার প্রশ্নপত্র, রুটিন জব্ধ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত অধ্যক্ষের নাম আব্দুল কাউয়ুম সরকার। আজ দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড প্রদান করেন। গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান, ওই কলেজে করোনা মহামারীকালে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সরকারি নির্দেশ অমান্য করে বুদ্ধিজীবী দিবসে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে এসাইনমেন্টের নামে পরীক্ষা নিচ্ছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে কলেজের অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এসময় কলেজ থেকে পরীক্ষা সংক্রান্ত খাতা ও প্রশ্নপত্র জব্দ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.