শ্যামনগরপ্রতিনিধি। । দীর্ঘ জল্পনা কল্পনার পরে সাতক্ষীরারস শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান মিলনকে বদলির আদেশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা। শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলনের বিরুদ্ধে জাতীয় দৈনিক পত্রিকা সহ স্থানীয় বহু পত্রিকায় তার অনিয়ম- দুর্নীতি ধারাবাহিক ভাবে খবর প্রকাশিত হয়েছিল৷। শোনা যাচ্ছে সেই সংবাদের সূত্র ধরেই কর্তৃপক্ষ তাকে স্ট্যান্ড রিলিজ করে ভোলা জেলার লালমোহন উপজেলায় যোগদানের নির্দেশ দিয়েছেন। শ্যামনগরের এই প্রাথমিক শিক্ষা অফিসারের বদলির খবর শুনে সাধারণ শিক্ষকদের মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ প্রকাশ করতে দেখা যায়। শিক্ষকদের মধ্যে কেউ কেউ বলেছেন ঈদের আনন্দের মত খুশি লাগছে তাদের। তবে এই উপজেলায় যে শিক্ষা অফিসার আসুক তার কাছে প্রত্যাশা অনেক। শিক্ষকরা আশা করেন যিনি এই উপজেলায় আসবেন তিনি যেনো ঘুষখোর অফিসার আক্তারুজ্জামানের মত না হন। এদিকে শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও, কতিপয় শিক্ষা অফিসারদের দূর্নীতির কারণে মেরুদণ্ডহীন হচ্ছে শিক্ষার মান। তবে সচেতন মহল প্রশ্ন তুলেছেন, দূর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি হিসেবে কি শুধু বদলি করা হয়? যদি তাই না হয় তাহলে অর্ধশত এর মত পত্রিকায় নিউজ করার পরে কেন শাস্তি না দিয়ে বদলি করা হলো। যদি উনি দূর্নীতি না করেন তাহলে কেনই বা এই বদলি? সব মিলিয়ে ভাবছি তুলছে আমজনতাকে।




Leave a Reply

Your email address will not be published.